নদীয়ায় আর থাকবে না সখি কূলমান ।
কূল মজাইতে আইলো গৌরচাঁন ।।
দেখছি হনে লাগছে মনে গো সখি
আর বাঁচেনা আমার প্রাণ ।।
সখি গো কি বলবো তার রুপের আভা
মুনি জনের মনোলোভা ।
যে দেখিয়াছে আড় নয়নে গো
রাখিতে না পারে প্রাণ ।।
সখি গো ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে
অযাচনে কূল দিয়াছে গো
সখি ছাড়ো মনের অভিমান ।।