কাহারে মরম কহিবো রে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে ।।
যেমন মেঘের আশে চাতকিনীর হৃদয় বিদুরে রে ।।
বাঁশিরে নিবিঢ় কুটিরে রে বইসে থাকি মনপাখি দুই আঁখি ঝুরে
যেমন পিঞ্জিরায় পাখির মতো উড়িতে না পারিরে ।।
বাঁশিরে শ্রবণে শয়নে রে সম্মিলন নয়নে নয়ন কামশরে
মনপ্রাণ হরিয়া নিলো কালিন্দীর তীরে রে ।।
বাঁশিরে শ্রীরাধারমণের এই কথা মনের ব্যাথা কহিনা কাহারে
আপন সাধে ঠেইকাছি ফান্দে আমি কি দোষ দিমু কারে রে ।।