পিরিতে মজাইল মোরে বন্ধু শ্যামরায়
বন্ধের বাঁশির ডাকে আমার ঘরে রওয়া দায়।।
বন্ধু আমার হংস রুপে জলেতে ভাসিয়া যায়
আলগা থাকি কালনাগে ছুব মারিল রাঙা পায়।।
সর্পের বিষ ঝারিতে লামে প্রেমের বিষে উজান বায়
উঝা বৈদ্যের নাইরে সাধ্য ঝারিয়া সে বিষ লামায়।।
এক উঝায় লাড়েচাড়ে আর উঝায় চায়
ঝারিতে না লামে বিষ ফিরিয়া উজান বায়।।
ভাইবে রাধারমণ বলে এখন আমার কি উপায়
বিষে অঙ্গ ঝরঝর প্রাণ রাখা হইল দায়।।