চল সখী রঙ্গ হেরি মিথিলা ভুবন।
আসিয়াছইন রামচন্দ্র কৌশল্যা নন্দন
কাঞ্চনে জড়িত রথ অধিক সাজন।
মণিমুক্তা প্রবালাদি ফানুষ লেন্টন।
মৃদঙ্গ মদিরা বাজে বাজিছে বাদন
ঠিকারা নাগাড়ার ধ্বনি স্থির না হয় মন।
অপ্সরীয়ে নৃত্য করে গন্ধর্বের গায়ন
রথ হইতে ভূমিতে করিলা পদার্পণ
ভুবনবিজয়ী রাম, বলিছে রমণ।।