সোনার মানুষ উদয় হইলো গো নদীয়া পুরে স্বয়ং মানুষ উদয় হইলো শচীরাণীর ঘরে । রসময় রসিক নইলে কে বুঝিতে পারে রসে মাখা গৌরচাঁন্দ হালিয়া ঢলিয়া পড়ে । ভাইবে রাধারমণ বলে পাইতাম যদি তারে যত্ন করি রাইখা দিতাম হৃদয় মাঝারে ।।