রাধারমণ দত্ত রচিত গান নং ৩০৩

অসময়ে শ্যাম বাঁশিতে দিলো টান, নিলো প্রাণ
নিলো গিয়া রাধার কূলমান ।
কাঁচা চুলায় ভিজা লাকড়ি চূড়াইছি জ্বাল
ওগো জালের চোটে বাসন ফুটে ভাঙিয়া হইলো চারিখান
ওগো বাঁশির সুরে বেভোর হইয়া করিয়াছি লবন টান ।
শাকশুকতা ভাজাবড়া করিয়াছি পাক
শাশুড়ি মায় খাইলে পরে করিবা বাখান
ননদীয়ে খাইলে পরে তুলিয়া দিবা খোটাকান ।
ভাইবে রাধারমণ বলে থামাও বাঁশি কালাচান ।।