জীবনের সাধ নাই গো সখি জীবনের সাধ নাই
আমার দেহার মাঝে যে যন্ত্রণা কারে বা দেখাই ।।
আর নিতিনিতি ফুলের মালা আমি জলেতে ভাসাই
আজ আসবো কাল আসবো বলে মনেরে বুঝাই ।।
একা কুঞ্জে বসে আমি রজনী পোষাই
এমন দরদী নাই গো আমায় ডাকিয়া জিগায় ।।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই
অন্তিমকালে যুগল চরণ অধম যেন পাই ।।