তরুতলে বাঁশি কে বাজায় গো সখী জানিয়ে আয় ।
বাঁশির রব শুনিয়ে গৃহে থাকা দায় ।
জানিয়ে আয় গো সহচরী কেবা নাম ধরিয়া বাজায়
বাঁশি গো আমার চিত্তচোরা কালা কিবা আয় ।
কাঁচা বেণু বাঁশের বাঁশি কালায় বাজায় দিবানিশি
এগো আমার কুলবধূর কুল মজাইতে চায় ।
অষ্ট আঙুল বাঁশের বাঁশি বাঁশির স্বরে মন উদাসী
কালার বাঁশির সুরে রাধা জলে যায় গো ।
ভাইবে রাধারমণ বলে তরা কে কে যাবি জলের ছলে
এগো কদমতলে বাঁশি কে বাজায় ।।