রাধারমণ দত্ত রচিত গান নং ৯৮৭

বন্ধু আমার হৃদয় রতন
করছি আশা অন্তিমকালে করিও পূরণ।
সুধা ভাবি গরল আমি করিছি ভক্ষণ
সে জ্বালায় অন্তর আমার জ্বলিয়া ছাই সর্বক্ষণ।
কানু কলঙ্কিনী নাম জগৎ জুড়ি প্রচারণ
শ্বাশুড়ি ননদী গঞ্জে মুই কি করি এখন।
গঞ্জনার ভয় রাখিনা নাম লইলে ভয় নিবারণ
যোগী ঋষি পায়না যারে কেমনে পাই সে মহাজন
গুরু মুখে শুনিয়াছি নাম পতিত পাবন
পদাশ্রয়ের আশ রাখে বাউল রাধারমণ।