নাগর প্রবেশিও না রাধার মন্দিরে নাগর প্রবেশিও না ।।
সারা নিশি জাগরণ করি মান করি ঘুমাইয়াছে প্যারী
রাধারে জাগাইতে নাগর আর বলিও না ।
আমরা হইলাম পাড়ার নারী আমরা দুয়ার রক্ষাকারী
শ্রীরাধিকার হুকুম বিনে কপাট খুলিও না ।
ভাবিয়া রাধারমণ বলে শ্যাম আসিয়াছে কুঞ্জের ধারে
শ্রীরাধিকা বিনে শ্যামের প্রাণ বাঁচেনা ।।