ভক্তি সিন্ধু নীরে এবার গৌর বলে সাঁতার দিয়াছি ।।
এখন আমি কূল পাইলে যে বাঁচি ।।
ব্রহ্মা বিষ্ণু শিব হলে, আগম নিগম বেদ পুরাণে
মুনি ঋষি মহাজনের তত্বগ্রন্থে তারে জানিয়াছি ।
সাধুশাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য
ভক্তি বিনে নাইরে মূল্য গৌর লীলাতে তায় জানিয়াছি ।
চৌষট্টি অঙ্গ ভক্তিরসে যাতে কৃষ্ণ করে ধ্যান
শ্রীগুরুর দেশে ভক্তিরসের বীজ বুনিয়াছি ।
শ্রীচৈতন্য নিত্যানন্দ ভক্তির মূল স্কন্ধ
অদ্বৈত আদি ভক্তবৃন্দের আসার আশে বইয়ে আছি ।
কৃষ্ণ ভক্তি সুনির্মল যেন শুদ্ধ গঙ্গার জল
তাহা ডুবে মরণ ভালো, এবার মনে সাধ করিয়াছি ।
প্রভু রঘুনাথ রসের গুরু মনোবাঞ্ছার কল্পতরু
রাধারমণ বলে দয়াল গুরুর চরণ কমল সার করিয়াছি ।।