রাধারমণ দত্ত রচিত গান নং ১৭১

এসো দুনু ভাইরে গৌর ও নিতাই ।।
সত্যতে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুকধারী রে ভাই ।
দ্বাপরে শ্যাম নটবর ভুলাইলায় রাই রে ।
কলিতে গৌরাঙ্গ লীলা, নাচে জগত ভাসাইলায় রে ভাই ।
কত পাপী তাপী উদ্ধারিলা জগাই আর মাধাই ।।
ভাবিয়ে রাধারমণ বলে, ঠেকলাম ভবের মায়াজালে ।
কলি শমনে বান্ধবে যখন, তখন দিবে কার দুহাই, গৌর ও নিতাই ।