রাধারমণ দত্ত রচিত গান নং ৮৯১

ধন্য ধন্য রে বাঁশি কি পূণ্য তোমার।।
কৃষ্ণ অধরামৃত পান কর অনিবার।।
কৃষ্ণহস্তে থাক বাঁশি কর শ্রীমুখ নেহার
কৃষ্ণ প্রিয় তোমার মত নাহি দেখি আর।।
কৃষ্ণ সঙ্গে কৃষ্ণ কথা কর অমৃত উদ্ধার
কৃষ্ণামৃত রসে করতেছ বিহার।
বাঁশের বাঁশি কৃষ্ণ পাইল সফল জনম তার
রাধারমণের অবসর জীবন অসার।।