ও মন থাকো রে সাবধানে রং মহল লুট করি নেয়
রিপু ছয় জনে ।।
ভক্তির কপাট দিয়ে তায় মূল রাখো গোপনে
ঘর চোরেতে যুক্তি করে বেড়ায় ধনের সন্ধানে ।
সাবধানে রাখিবে ধন কেও যেন না জানে
শত্রু বিনে মিত্র নাই জানিবে আপনে ।
ভিতরেতে ছয়জন শত্রু বাইরে শত্রু অগণা
তিরি পুত্র কেউ তো নয়রে তোমার আপনা ।
ভাইবে রাধারমণ বলে তুমি আছো কি মনে
মূল নাশিয়া বিনাশিবো ঘরের শত্রু ছয়জনে ।