রাধারমণ দত্ত রচিত গান নং ৭৩৪

বিনোদ কালিয়া বন্ধু রে বিনোদ কালিয়া
কেমনে থাকিবো ঘরে তোমায় না হেরিয়া
শ্যামসুন্দর তনু প্রেমসুতা দিয়া
রাখিবারে মনে করি হৃদয়ে গাঁথিয়া
বিরহ তাপিনী বন্ধুরে বন্ধু যাবে ত্যাগিয়া
আবার মনে হলে রাধারমণ উঠে চমকিয়া
ও মন বলে কালাচাঁন্দেরে হৃদয়ে লইয়া
মন দুঃখে থাকে রাই কান্দিয়া কান্দিয়া ।।