শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
আমি খাপ ধরি বসিয়া রইছি পন্থপানে চাইয়া ।।
সাধন ভজন জানিনা আমি আছি বোকা হইয়া
তুমি আসিয়া করবায় দয়া এই ভরসা লইয়া ।
আইজ আইবায় কাইলা আইবায় মনেতে করিয়া
দৃঢ়ভাবে আছি আমি ভরসা করিয়া ।
তুমি যদি নাই আসো অপার দয়া করিয়া
আমার মতো ঘোর পাপীরে কে নিবে তরাইয়া
ভাবিয়া রাধারমণ বলে বন্ধু বিনোদিয়া
দয়া করি আইসো বন্ধু অধম জানিয়া ।