গৌর নিতাই আইসো এই আসরে
শ্রীবাসাদি ভক্তবৃন্দ গদাধর সঙ্গে কইরে ।।
সাধন ভজন বিহীন নাহি ভক্তি প্রেমধন
নাপরাধ নকশ্চন এই সংসারে ।।
আমি আশার আশে আছি বইসে
শ্রীচরণ ভরসা কইরে ।।
পুরাণে শুইনাছি আমি পতিতের বন্ধু তুমি
জগতের অন্তর্যামী থাকো অন্তরে
ওহে মনোবাঞ্ছা কল্পতরু দয়ালগুরু ডাকি তোমারে ।।
পঙ্গুকে লঙ্ঘায় গিরি বামুনে চাঁদ ধরায় হরি
জীব তরাইতে অবতার নদীয়া পুরে
শ্রীরাধারমণে ডাকে পইড়ে ভবের ঘোর ফেরে ।।