শ্যাম বিনে চাতকী হই আমি নাম শুনে পাগলী হই
বন্ধের নাম শুনাও গো প্রাণ সই ।।
চাতক রইলো মেঘের আশে
তেমনি মতো রইলাম গো আমি শ্যামচান্দের আশে
মনের দুঃখ কার ঠাই কই, আমি হৃদয়ের কথা কার ঠাই কই ।
তমাল ডালে বাজাও হে বেণু
তমাল ডালে লাগছে গো রাধার শ্যাম পদের রেণু
তমাল ডালে আমার গলে একত্রে বান্ধিয়া থই ।
ভাবিয়া শ্রীরাধারমণ বলে
পড়িয়া গো রহিলাম শ্যামের যুগলচরণ তলে
শ্যামের দেখা পাবো বলে আমি আকাশ পথে চাইয়া রই ।