ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে ।
আমার মরণ কথা জানাইও বন্ধুরে ।।
মরণের আর নাই গো বাকী
তোরা নিকটে আও সব সখি
আমার কর্ণমূলে শোনাও কৃষ্ণনাম গো ।।
আমি মইলে ঐ করিও
না পুড়াইয়ো না ভাসাইও
আমায় বান্ধি রাইখো ঐ তমালের ডালে ।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
আবার আসবে বন্ধু আমার মরণ হলে ।।