রাধারমণ দত্ত রচিত গান নং ৪৩০

নয়ন ঠারে ঠারে গো ঐ যে রুপবানে
এগো কুক্ষণে হইলো গো দেখা নয়নে নয়নে ।
কালরুপ দেখিয়া হইলাম পাগল মন আমার টলে
কালরুপ পাগল করলো ফিরি বনে বনে
ভাইবে রাধারমণ বলে এই বাসনা মনে
কালরুপে যে ভুলিনা কভু জীয়নে মরণে ।।