গুরু একবার ফিরি চাও অধম জানিয়া গুরু সাধন শিখাও সাধন শিখিবার লাগি ধরেছি তোমার পাও অন্ধকারে আছি গুরু আলোক দেখাও অন্ধকারে থাকি আমি ধরছি তোমার পাও সংকট বিপদে আছি আমারে তরাও ভাবিয়া রাধারমণ বলে গুরু ফিরিয়া চাও ডুবছে আমার সাধন তরী নিজগুণে ভাসাও