রাধারমণ দত্ত রচিত গান নং ৭৪৮

রাধা নি আছইন কুশলে? কওরে সুবল সারাসার
রাধা বিনে কে আছে আমার।
সুবলরে রাধা তন্ত্র রাধা মন্ত্র রাধা গলার হার
রাধার জন্য আমি থাকি দিবানিশি অনাহার
সুবলরে রাধা আমার প্রেমের গুরু, আমি শিষ্য তার
রাধা প্রেমের প্রেমঋণ আমি কি দিয়ে শুধিতাম ধার।
সুবলরে ভাইবে রাধারমণ বলে এইবার
মনুষ্য দুর্লভ জন্ম হইবে নি রে আর।।