গৌরচান তোমায় পাব আর কতদিন বাকী
তুমি একবার না দিলায় দেখা জন্মভরা ডাকাডাকি।
যখন ছিলাম মার উদরে গৌরচান
কতই না বলেছ আমারে, এ জনমে হবে দেখাদেখি।
আমারে পাঠাইয়া ভবে ও গৌরচান
তুমি কোথায় দিলায় লুকি
এখন জন্ম নিলাম ভুমন্ডলে মনুষ্য উত্তম কুলে
তোমায় ভুলে আর কতদিন থাকি
ভাইবে রাধারমণ কয় যদি গৌরার দয়া হয়
চরণ তলে আশ্রয় দেও দেখি।।