নাগর জিজ্ঞাসি তোমারে
কহ তোমার মনের কথা ভালবাস কারে।
মনে বড় বাঞ্ছা হয় তাহা শুনিবারে
না জানি কি ধন দিয়া ভুলাইয়া তোমারে।
প্রাণ প্রেয়সী রাখি তুমি আইলায় কেমন করে
তোমারে না দেখিয়া যদি সেই রমণী মরে।
ধর্মের দোহাই দিয়া তোমায় বলি বারে বারে
আমার মত প্রেমানলে পুড়িও না তারে।।
সারা নিশি গত করি আসিয়াছ ভোরে
রমণ বলে নিভাইল আগুন জ্বালাইও নারে।।