শ্রীগুরু বিনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই ।
গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
গুরু দিলে পাই, খাবাইলে সে খাই ।।
বাঁচাইলে সে বাঁচি নাইলে মরি
সর্বেশ্বর পরমেশ্বর গুরু
হরিহর জগতের গোসাই ।।
সত্য যুগে হরি ত্রেতাতে রাম ধনুকধারী
দ্বাপরেতে ব্রজে শ্রীনন্দের কানাই ।।
কলিতে গৌরাঙ্গ ভক্তগণ সঙ্গ লইয়া নিতাই
গুরু কর্নধার ও ভব পারাবার
তারিতে ভবে আর কেউ নাই ।।
শ্রীরাধারমণ কয় শ্রীগুরু আশ্রয়
আর শমনের ভয় নাই ।।