রাধারমণ দত্ত রচিত গান নং ২৩৩

তোরা কে দেখিবে আয় এসেছে নূতন মাতাল সোনার নদীয়ায়
শুড়ির মদ খায় না মাতাল আপন মদ আপনি বানায়
মন ভাটিতে প্রেমপুরেতে নয়ন জলে মদ চুয়ায় ।
হরিনামের মদ পানে হরি বলে জগত মাতায়
সেই মাতালের সঙ্গ নিতে কে যাবিরে ত্বরায় আয়
রুপ সনাতন নিতাই অদ্বৈত এরা সবে সঙ্গে যায়
নিজে খাইয়া অন্যে যাচে যে কাঙালে সামনে পায়
নামের মদে মাতাল হয়ে জমিনে পড়িয়া লুটায়
রমণ বলে তাদের মেগে ঠাই নিলাম হায়রে হায় ।