গৌররুপ হেরিলাম গো মনপ্রাণ কূলমান সব নিলো গো ।।
গৌর রুপ হেরিয়া সুরধুনী ভুলিয়া রইলাম গো ।
সুরধনী তীরে গো গৌরা ফাঁদ পাতিয়াছে নারী ধরা গো
ঘাটে নামলে পরে পড়বে ফেরে দায়ে ঠেকবে গো ।
যাইছ না তোরা সুরধুনী আমার মতো হইছ না তোরা কলঙ্কিনী ।
কুলমান লইয়া নিজ ঘরে বসিয়া থাকো গো ।
ভাবিয়া রাধারমণ বলে আর কি প্রাণে ধৈর্য্য মানে
মনে লয় তার সঙ্গে যাইতাম দাসী হইয়া গো ।