রাধারমণ দত্ত রচিত গান নং ৭৭৪

সজনি সই বল গো তোরা
কই গেলে কোথায় পাই প্রাণবন্ধু মনচোরা।। ধু।।
না জানি সে লোকটি কেমন, কেমন তার স্বভাবধারা
প্রেম শিখাইয়া কুলবধূ ঘর হইতে বাহির করা।
বাঁশিটি বাজাইয়া বন্ধে করি পাগল পারা
মজাইয়া কুলবধূ সরিয়া যাওয়া কেমন ধারা।
নিয়ায় বিচারে অইবা দোষী কুল না জানি কেমন ধারা
আঙ্খিঠারে ভুলাইয়া ঘরের বন্ধু বাইরে আনা।
ভাবিয়া রাধারমণ বলে উপায় গো সই কি করা
কই গেলে বন্ধুরে পাই অসহ্য নন্দের লারাঝারা।।