রাধারমণ দত্ত রচিত গান নং ৯৩৪

জলের ঘাটে চল গো সখী জলের ঘাটে চল
কালার রুপ হেরিব নয়ন ভরি, চল গো সখি চল।
আমি নয়ন ভরি হেরব সেরুপ দাড়াইয়া জলে
বনফুলে মালা গাঁথি দেব বন্ধের গলে।।
ঐ বাজে মোহন বাঁশি শুন গো শ্রবণে
প্রাণ হরিয়া নিল কালা ঐ বাঁশির টানে।।
ভাইবে রাধারমণ বলে করি জলের ছল
কাল রুপ দেখিতে জলের ঘাটে চল গো সখী চল।।