আসরে আইসো হে গৌর হরি তাপিত প্রাণ শীতল করি তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হৃদয়বিদারী ।। বাঁকা বেশে দাড়াও গৌরাঙ্গ আনন্দ হবে আমার অঙ্গ বনফুলে সাজাইবো হেরবো দুই নয়ন ভরি ।। আমি অতি মূঢ়মতি না জানি ভক্তিস্তুতি ভাইবে রাধারমণ বলে দেও রাঙা চরণতরী ।।