রাধারমণ দত্ত রচিত গান নং ২১৮

গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে সজনী তার নাম জানিনা ।।
শ্যামল বিজুলি রেখা শিরেতে যায় যে দেখা গো
এগো ভ্রুভঙ্গ সোনার শিক্ষা কি দিয়ে কইলো গঠনা ।
ক্ষণে হাসে ক্ষণে নাচে ক্ষনে চায় আশে পাশে গো
এগো যারে তারে প্রিয়া ভাবে সদায় রসের আলপনা ।
দণ্ডে দণ্ডে তিলে পলে ভুলে না বাউল মনে গো
এগো ভাইবে রাধারমণ বলে কি কুক্ষণে কইলো গঠনা ।