নিদাগেতে দাগ লাগাইলো প্রাণবন্ধু কালিয়ায়
প্রেমজ্বালায় প্রাণী যায় ।।
হাটিয়া যাইতে পাড়ার লোকে সদায় মন্দ গাইয়া যায়
এগো লোকের নিন্দন পুষ্প চন্দন অলঙ্কার পড়েছি গায় ।
কদম ডালে বসিয়া বন্ধে বাঁশিটি বাজাইয়া চায়
বাঁশির সুরে প্রাণ হরে উদাসিনী কইলো আমায় ।
জল ভরিতা গেলা রাধে সোনার নেপুর রাঙা পায়
সর্প হইয়া কালিয়ার বাঁশি দংশিলো রাধার গায় ।
সর্পের বিষ ঝাড়িতে নামে প্রেমের বিষ উজান বায়
ওঝা বৈদ্যের নাই গো সাধ্য ঝাড়িয়া বিষ নামাইতে পায় ।
জল ভরাতে যত সখি ব্রজপুরে তারা যায়
আচানক শব্দ শোনায় ত্রিপুন্নিতে বাঁশি বায় ।
মানকুল যৌবন জীবন সপিয়াছি তার পায়
দেখিলে জীবন ধরে আমার না দেখিলে প্রাণ যায় ।
ভাবিয়া রাধারমণ বলে প্রেম করা তো বিষম দায়
মনে লয় ভ্রমরা হইয়ে উড়িয়া বসি বন্ধের গায় ।।