রাধারমণ দত্ত রচিত গান নং ৪৩৪

পিরীতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
পিরীতে করিলে কলঙ্কিনী
আনি ঘরের বধূ বাইরে আইলাম সারমর্ম না জানি ।।
ঘরের বধূ বারে আনলো দিয়া প্রালোভনী
পিরীতে এমন কলঙ্ক আগে তো না জানি ।।
ঘরের বাইর করিয়া মোরে ঠগায় গুণমণি
ঘর ছাড়াইয়া বারে আনি কইলো বিবাগিনী
কুল ছাড়িলাম আঁখিঠারে প্রেম বিলাইবো জানি
প্রেম দিলোনা প্রেম ছাড়াইলো কইলো কলঙ্কিনী ।
এমন করিবো মোরে আগে তো না জানি
মান ছাড়াইয়া পলাই গেলো করিয়া অপমানী ।
এখন আমি কোথায় যাই নিলয়ে না জানি
আগে না জানিলাম অতো করবো বিনোবানী ।
আগে যদি জানিতাম ঘটাইবো লারজানি
আমি তো না বাইরে আইতাম দেখিয়া ঠাওরানী ।
ভাবিয়া রাধারমণ বলে অইলাম কলঙ্কিনী
ঘরে বারে ঠাই নাই গঞ্জে ননদিনী ।।