তুই মোরে করিলে উদাসী সোনার বরণ হইলো কালো তোমায় ভালবাসি সোনা বন্ধুরে । তোমার প্রেমে পশি হারাইলাম ধনজন পাড়া প্রতিবেশী তোমার কারণে আমি হইয়াছি উদাসী পথের ভিখারী আমি সকল বিনাশী । ছাড়াইতে চাইলে প্রেমে ধরে মোরে ঠাসি রাধারমণ বাউল হইলো ঘরবার নাশি ।।