সখি হেরো রাধার বন্ধুয়ায়
অগুরু চন্দন মাখা সোনার নূপুর পায় ।।
ভালে তিলক কানে কুন্তল চূড়া তার মাথায়
ত্রিভঙ্গ হইয়া শ্যাম মুরলী বাজায় ।
শুনিয়া বাঁশির গীত মনপ্রাণ উল্লসিত
রাধার মন দিবানিশি কদমতলে ধায় ।
যমুনা কিনারে ভালা সিনানেতে রাধা গেলা
জলে ছিটা দিলা শ্যামে শ্রীরাধিকার গায় ।
গাছের উপরে লতারে লতার উপরে ফুল
শ্যামের পিরীতে রাধার গেলো জাতিকুল ।
ভাইবে রাধারমণ বলে কি করিবো জাতকুলে
জাতকুল গিয়া যদি শ্যামের রাঙাচরণ পায় ।।