রাধারমণ দত্ত রচিত গান নং ৫৫১

হেইরে আইলাম শ্যামরুপ যমুনা পুলিনে ।
দাড়াইয়াছে শ্যামবন্ধে কদম্ব হেলানে ।
আমার শ্যামের মোহন চূড়া বামে হেলাইয়া পড়ে
চরণে সোনার নূপুর রুনুঝুনু করে বাজে ।
নাসিকায় তিলক শ্যামের বনমালা গলে
হস্তে শ্যামের মোহন বাঁশি রাধা রাধা বলে
জল লইয়া গৃহে যাইতে দাড়ায় রাজপন্থে
নারীর যৌবন লুটে নিলা কুলমান সহিতে
ভাইবে রাধারমণ বলে মানের কি ভয় আছে
কুলমান সব দান দিয়াছি তার চরণে ।।