রাধারমণ দত্ত রচিত গান নং ৮১৫

আসল ধনের নাই ঠিকানা মন কর তার উপাসনা।
কামনদীর মদন বাণে ভাঙ্গিয়া নিল চাঁদের কোণা
মাইয়ার হাটে গেলে পরে সকলে তার ভাও জানে না।।
মাইয়ার সাধন বিষম যেমন মন বিকায় দেড়াদুনা
যেমন রাহু আইসে চন্দ্র গ্রাসে প্রাণ করিয়া নেয় ষোলো আনা।
ভাইবে রাধারমণ বলে রসিক জেনে কর দেনা
অনুরাগের নিক্তি দিয়া মাপতে আছে খাটি সোনা।।