ঐ নাকি সেই ব্রজধাম অরে ভাই নিতাই ।।
সেই ধামে মধুর প্রেমে রে অ নিতাই কৃষ্ণকলঙ্কিনী রাই ।।
মধুমঙ্গল সুবলাদি রে অ নিতাই রাখাল সভাই ।
যে বনে চরাইতো ধেনু রে অ নিতাই কবলী ধবলী গাই ।।
ললিতা বিশাখা সঙ্গে রে অ নিতাই বিনোদিনী রাই ।
যে ধামে বিরাজ করে রে অ নিতাই নবীন নাগর কানাই ।।
করুণাসাগর নিতাই রে অ নিতাই গুণের সীমা নাই
শ্রীরাধারমণের আশা রে অ নিতাই অন্তিমে শ্রীচরণ পাই ।।