রাধারমণ দত্ত রচিত গান নং ২২০

গৌর বিচ্ছেদ প্রেমের এত জ্বালা গো
নিবাও গো জল চন্দন দিয়া ।।
আর বন জ্বলে সয়ালে দেখে
ইদুরের আনল কেউ না দেখে
এগো, ধাকধাকাইয়া জ্বলছে আনল
আনল জল দিলে আর নিবে না ।।
আর আদরে আদরে প্রেম
আগে বাড়াইয়া
এগো অখন মোরে প্রাণে মাইলাম গো
ও সই, স্বপন দেখাইয়া গো ।।
আর ভাইবে রাধারমণ বলে
ও সই, মনেতে ভাবিয়া
এগো নিবি ছিলো মনেরই আগুইন
কে দিলো জ্বালাইয়া ।।