মুর্শীদ বলি নৌকা ছাড়ো তুফান দেখি ভয় করিও না
মুর্শীদ নামে ভাসলো তরী অকূলে ডুবিবে না ।
নদীর নাম কামিনী সাগর লাফে লাফে উঠছে লহর
কত ধনীর ভরা খাইছে মারা পড়িয়া নদীর বিষম বানে ।
মণিপুরে মাঝি চাইরজনা নাওয়ে মাঝি আর ছয় জনা
আসিছে কামের তুফান সাবধান সাবধান হাইল ছাড়িও না ।
ভাইবে রাধারমণ বলে অজ্ঞান মন তুই রইলে ভুলে
যেই মুর্শীদ কান্ডারী সে তরী কখনও ডুবে না ।।