রাধারমণ দত্ত রচিত গান নং ১৪৯

আজি কি আনন্দ রে ভাই, কি আনন্দ
ভক্তবৃন্দ সঙ্গে নাচে গৌরায়
পঞ্চতত্ব অবতীর্ণ নদীয়ায় ।
পঞ্চতত্ব অবতীর্ণ নদীয়া করেছে ধন্য
পাপী তাপী দুর্জনা তাহা হরিগুণ গায় ।।
গৌরা চাঁন্দ ঐ সুধাকরে সুধা বরিষণ করে
কে পাইয়াছে নামের মালা, তারে শমন দেওয়া দায় ।
ভাইবে রাধারমণ বলে তারে বিদায় দেওয়া দায় ।।