শ্যাম বন্ধুরে এ নাম ধরিয়া বাঁশি বাজাইও নারে ।
নাম ধরি বাজাও বাঁশি বসি কদম ডালে
কলঙ্কী করিলে মোরে গোকুল নগরে ।
বাঁশিটি না বাজাও রে নন্দে মোরে সদায় ঝারে
কলঙ্কী করিলে মোরে এই ব্রজপুরে ।
ব্রজপুরে যত নারী চায় যে নয়ন আড় করি
সদায় ঘোষে রাধা কলঙ্কিনীরে ।
ভাইবে রাধারমণ বলে নেও আমারে তোমার দলে
নইলে প্রাণে বধো মোরে কলঙ্কী রাখিও নারে ।