যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া
আজ রাতে আসবে কুঞ্জে বন্ধু শ্যাম কালিয়া।।
অপরাজিতা টগর মালী, গোলাপ ফুল তুলিয়া
ওগো সাজাইতাম বাসকসজ্জা সব সখী লইয়া।।
গাঁথিতাম ফুলের মালা প্রাণবন্ধুর লাগিয়া
সন্ধ্যামালী ফুলের মালা বাসি হইয়া গেলা
কোন পথে গেলা ভ্রমর পথ ছাড়াইয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আসিবা তোমার বন্ধু বাঁশরী বাজাইয়া।।