রাধারমণ দত্ত রচিত গান নং ৯৮৪

প্রাণ নিল গো প্রাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে
বাঁশির সনে মনপ্রাণ নিল উদাসীন কইরে
তথায় বিপিন বিহারী বিপিনে বিহারে
ত্বরাই করে কর বেশ শীঘ্র যাই জল ভরিবারে
ভাইবে রাধারমণ বলে শীঘ্র যাই গো জলে
কইমু গো মরম কথা বিধি যদি মিলায় তারে।।