রাধারমণ দত্ত রচিত গান নং ৬১৭

গলার হার খুলিয়া নেও গো ও ললিতে ।
এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে ।।
ললিতায় নেও গলার মালা বিশখায় নেও হাতের বালা
এগো খুলিয়া নেও কানের পাশা আর আশা নাই মোর বাঁচিতে ।
হারের কিবা শোভা আছে যার শোভা তার সঙ্গে গেছে
এখন কৃষ্ণনামের হার গড়িয়া পৈরাও আমার গলেতে ।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
এগো কৃষ্ণনামের পুতদেহ ভাসাও নিয়া জলেতে ।।