একবার উচ্চস্বরে হরি বোল মাধাই রে
এমন দিন আর হবে না
শুনছি কত শুনার শুনা মানব জীবন আর হবে না
নব নব জনম পেয়ে রহিয়াছো ভুলিয়া ।
নামে শিলা জলে ভাসে ভবব্যাধির ভয় নিকাশে
প্রহ্লাদ অগ্নিকুন্ডে প্রাণে মরলো না ।।
আসিয়া ভবের বাজারে লোহা কিনলাম সোনার দরে
শ্রীরাধারমণের আশা পূর্ণ হইলো না ।।