রাধারমণ দত্ত রচিত গান নং ১৭

একবার উচ্চস্বরে হরি বোল মাধাই রে
এমন দিন আর হবে না
শুনছি কত শুনার শুনা মানব জীবন আর হবে না
নব নব জনম পেয়ে রহিয়াছো ভুলিয়া ।
নামে শিলা জলে ভাসে ভবব্যাধির ভয় নিকাশে
প্রহ্লাদ অগ্নিকুন্ডে প্রাণে মরলো না ।।
আসিয়া ভবের বাজারে লোহা কিনলাম সোনার দরে
শ্রীরাধারমণের আশা পূর্ণ হইলো না ।।