আইলো রে আইলো গৌর, নিতাই সঙ্গে লইয়া ।।
ভাসাইলো নদীয়াপুরী প্রেমবন্যা দিয়া ।।
ষোলো নাম বত্রিশ অক্ষর দীক্ষা মিশাইয়া ।
হরি নামের ধ্বনি শুনি ভুবন জুড়িয়া ।।
অজপাতে সখাগণে তত্ব জানাইয়া ।
চেতন করিলো জীবরে চৈতন্যমন্ত্র দিয়া ।।
হীন রাধারমণ বলে মনেতে ভাবিয়া ।
লোকনাথের চক্ষু অন্ধ হইলো কর্মদোষ জানিয়া ।।