রাধারমণ দত্ত রচিত গান নং ১০০০

শ্যামরুপ হেরিলাম তরুমূলে
যমুনার কাল জলে সৌদামিনী জ্বলে।
কী সুন্দর মাধুরিয়া কেমন সুন্দর বদন চন্দ্রিমা
শ্যামরুপের নাই কোন তুলনা জগৎ মণ্ডলে।
শ্যামরুপে জ্বলে আঁখি বাইর হল পরাণ পাখি
তবু না ধরিতে পারি সময় যায় নানা ছলে।
ভাইবে রাধারমণ বলে না জানি কি আছে ভালে
লেখছে বিধি রাই মনে যে আগুনে হিয়া জ্বলে।।