রাধারমণ দত্ত রচিত গান নং ২০০

গৌর রুপের ফান্দে ঠেকাইলো আমায় গো ও নাগরী ।।
ওয়গো রুপে দাসী কইরে সঙ্গে নিতো চায় গো ।।
আমি গিয়াছিলাম সুরধুনী আমি হেরলাম গৌরচাঁন্দ গুণমণি
এমন রসের খনি না দেখি জগতে গো ।।
জোড় ভুরু দুটি আখি গোরায় বাঁকা আকি রাখে গো
গৌরায় আঁখির ঠারে কারে না ভুলায় ।।
ভাইবে রাধারমণ বলে তাহারে পাইতাম যদি কোনো কালে গো
আমার প্রাণ জুড়াইতাম রাখিয়া হিয়ায় ।।