রাধারমণ দত্ত রচিত গান নং ৯০২

অতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে
এগো ভক্তিভাবে লাগাও পালা যে কোন সন্ধানে।।
ছয় ইন্দুরায় ভিটার মাটি খুড়ে রাত্রদিনে
এগো মাড়ইশ পালা যাহা ছিল সবেই খাইল ঘুনে।।
ছুটিল লাহুতের নদী কমতি হইল বল
বত্রিশ বান্দের ঘরখানি একদিনে খসিবে।।
ভাইবে রাধারমণ বলে মানব জনম যায় বিফলে
আর হবে না মানব জনম ভাঙলে মাথা পাষাণে।।